লোহাগাড়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনা, নারীসহ আহত ৬

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দুই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া ও একই ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনায় ঘটে। মাইক্রোবাস দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন শাহ জালাল (২৭), তাহমিনা (১৯), তানিয়া (২৫), হাসি (২৭) ও শিহাব (৩০)। তারা প্রত্যেকের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। জানা যায়, ভোর ৫টার দিকে জাঙ্গালিয়া এলাকায় কঙবাজারমুখি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, সকাল ৭টার দিকে হাজি রাস্তার মাথা এলাকায় বাঁকে চট্টগ্রামমুখি নওগা জেলা মটর শ্রমিক ইউনিয়নের একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে কারো কোন অভিযোগ না থাকায় দুর্ঘটনা কবলিত উভয় গাড়ি মালিক পক্ষ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅপরিকল্পিত বালু তোলা বন্ধ করতে হবে
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সিটিজি প্রোপ্রার্টিজ জয়ী