লোহাগাড়ায় পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চরম্বা, বড়হাতিয়া, চাকফিরানী ও পুটিবিলা মৌজার ৭টি স্থানে পাহাড় কর্তন বিষয়ে সমন্বিত পরিদর্শন করা হয়েছে। এতে ৬টি স্থানে পাহাড় ও এক স্থানে কৃষি জমির টপসয়েল কাটা হয়েছে। এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী, উপজেলায় দায়িত্ব সেনাবাহিনীর সদস্যগণ, থানা পুলিশের সদস্যগণ ও বনবিভাগের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, অভিযানে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া টপসয়েল কাটার বিষয়টি ভূমি অফিস দেখবে।