লোহাগাড়ায় পাহাড় কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার চরম্বা, বড়হাতিয়া, চাকফিরানী ও পুটিবিলা মৌজার ৭টি স্থানে পাহাড় কর্তন বিষয়ে সমন্বিত পরিদর্শন করা হয়েছে। এতে ৬টি স্থানে পাহাড় ও এক স্থানে কৃষি জমির টপসয়েল কাটা হয়েছে। এই সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারী, উপজেলায় দায়িত্ব সেনাবাহিনীর সদস্যগণ, থানা পুলিশের সদস্যগণ ও বনবিভাগের কর্মকর্তাকর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল জানান, অভিযানে পাহাড় ও কৃষিজমির টপসয়েল কাটার সত্যতা পাওয়া গেছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া টপসয়েল কাটার বিষয়টি ভূমি অফিস দেখবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১০
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চোলাইমদসহ গ্রেপ্তার দুই