’জমি যার যার, মাটি সবার, মাটি কাটা বন্ধ কর পরিবেশ রক্ষা কর, মাটি খেকোর দিন শেষ, বাঁচাও পরিবেশ, বাঁচাও দেশ’- এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটা, মাটি কাটা বন্ধ, ভারি যান চলাচল বন্ধসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) বিকেলে উপজেলার চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আয়োজনে বিবিরবিলা মন্দির সংলগ্ন গ্রামীণ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যু্ব সংগঠক ও প্রবাসী মোহাম্মদ মামুনুর রশীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোহাম্মদ কাইছার হামিদ, সদস্য সচিব নুর মোহাম্মদ, উপদেষ্টা জানে আলম, মোস্তফা কামাল, রকি বড়ুয়া, ফৌজুল কবির, স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ, শিক্ষার্থী তাহসিন ও অপরাজিতা বড়ুয়া রিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, বিবিরবিলা গ্রামে কোনভাবেই মাটি কাটা যাবেনা। মাটির গাড়ি চলতে দেওয়া যাবেনা। ইট ভাটার কার্যক্রম বন্ধ করতে হবে। স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও আমাদের চলাচলে চরম কষ্ট হয় গাড়ির ধুলোবালির কারণে। আমরা আগামীতে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। মানববন্ধন থেকে সবাইকে এক হয়ে মাটি কাটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।