চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও এক কৌটা বারুদ উদ্ধার করেছে বনবিভাগ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকার সংরক্ষিত বনের একটি পরিত্যক্ত ঘর থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানু বন্দুক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ধানের মৌসুম, পাহাড়ি হাতি অনেক সময় কৃষকের ধান নষ্ট করে ফেলে, মূলত ধান পাহারা দেওয়ার জন্য কৃষকরাই সেখানে বন্দুকটি রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পদুয়া বনরেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ চুনতি চাঁন্দা মৌজার ২০১৫-২০১৬ সামাজিক বাগানের পাশে ডলু বনবিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চলে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে ১৩ টি কার্তুজসহ বন্দুকটি উদ্ধার করি, যথাযথ আইনে বন্দুকটি লোহাগাড়া থানায় হস্তান্তর করি, অভিযানকালে ঐ স্থানে কাউকে পাওয়া যায়নি তাই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বনবিভাগের এই কর্মকর্তা।