লোহাগাড়ায় পরিচ্ছন্নতাকর্মীকে মেরে পালিয়ে যাওয়া সেই ঘাতক বাস সনাক্ত

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১:২৭ অপরাহ্ণ

পরিচয় মিলেছে শুক্রবার ভোরে লোহাগাড়ায় সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় বেপরোয়া গতিতে পরিচ্ছন্নতাকর্মী বাদশা মিয়াকে সজোরে ধাক্কা দিয়ে ২৫/৩০ ফুট দূরে ছিটকে ফেলে মেরে ফেলা ঘাতক বাসটির।

দুর্ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে বাসটির সঠিক পরিচয় না মিললেও আরো কয়েকটি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

বাসটি ঢাকা থেকে কক্সবাজার চলাচলকারী সোহাগ পরিবহনের সোহাগ এলিট ব্রান্ডের স্কানিয়া মাল্টি এক্সেল এসি বাস, বাসটির রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো- ব ১৫-০৩৪৮।

সিসিটিভি ফুটেজ দেখে বাসটি সনাক্ত করতে সার্বিক উদ্যোগ নেন লোহাগাড়া উপজেলা শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কয়েকটি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে বাসটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। আমি সোহাগ পরিবহনের কক্সবাজার ইনচার্জ এর সাথে কথা বলেছি, তাদেরকে দরিদ্র পরিচ্ছন্নতা কর্মী বাদশা মিয়ার অসহায় স্ত্রী শামশুন্নাহার ও ৫ কন্যা সন্তানের বিষয়ে জানিয়ে যথাযথ ব্যাবস্থা নিতে বলেছি।

এ বিষয়ে মুটোফোনে জানতে চাইলে সোহাগ পরিবহনের কক্সবাজার ইনচার্জ লুৎফুর রহমান দৈনিক আজাদীকে জানান, শুক্রবার বিকেলে নিহত পরিচ্ছন্নতা কর্মী বাদশা মিয়ার স্ত্রী ও স্বজনদের সাথে কক্সবাজারের একটি রেস্টুরেন্টে আলোচনা হয়েছে।

যেহেতু অনাকাংখিত একটি দুর্ঘটনায় পরিবারটির একমাত্র উপার্জনকারী ব্যাক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে তাই আমরা হাইওয়ে পুলিশ, নিহতের স্বজন, লোহাগাড়া উপজেলা শহর উন্নয়ন কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, এখনো পর্যন্ত বাসটির পরিচয় নিশ্চিতের বিষয়ে তিনি অবগত নন। কেউ জানালে তিনি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, শুক্রবার ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে প্রতিদিনের মত পরিচ্ছন্নতার কাজ করার সময় কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির সোহাগ এলিট ব্রান্ডের স্কানিয়া মাল্টি এক্সেল এসি বাসটি তাঁকে সজোরে ধাক্কা দিলে দিলে তিনি ২৫/৩০ ফুট দুরে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাৎক্ষণিক ভাবে তাঁকে প্রথমে সাউন্ড হেলথ হাসপাতালে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত পরিচ্ছন্নতা কর্মী বাদশা কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ছনখোলার ঝুম এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র। নিহত বাদশা মিয়া লোহাগাড়া উপজেলা শহর উন্নয়ন কমিটির নিয়োগকৃত পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআমরাও চাঁদে যাব: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধ১৫৬ রানেই গুটিয়ে গেল আফগানিস্তান