লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি কাভার্ডভ্যান। গতকাল সোমবার ভোর ৬টার দিকে চট্টগ্রামকঙবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। এতে চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়রা ধারণা করছেন, লবণবাহী গাড়ি থেকে নিঃসৃত পানি ও ঘন কুয়াশা মিশে মহাসড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধকলকাতা বিমানবন্দরে আটকা পড়েছে ২২০ বাংলাদেশি যাত্রী