লোহাগাড়ায় শাহপীর সড়কের দরবেশহাট থেকে চরম্বা নয়াবাজার পর্যন্ত অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ছোট–বড় গর্ত সৃষ্টি হওয়ার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ছোট যানবাহন চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে ওই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। গত ৭ এপ্রিল উক্ত সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়।
এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ–সভাপতি আবু সেলিম চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গির আলম, চুনতি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফিজুর রহমান, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সড়কটি দীর্ঘদিন যাবত ব্যবহারের অনুপযোগী ছিল। শুষ্ক ও বর্ষা উভয় মৌসুমে এলাকাবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এলাকার সাধারণ মানুষ ছাড়াও এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা।
নাজমুল মোস্তফা আমিন জানান, সড়কের বেহাল অবস্থা দেখে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। তিনি বলেন,রাস্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।