লোহাগাড়ায় নিখোঁজের পরদিন পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেছে আবদুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ। গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালারখিল এলাকায় এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু আবদুর রহমান একই এলাকার নুরুল কবির প্রকাশ লক্ষীর পুত্র। একইদিন জানাজা শেষে শিশুটির মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত শনিবার বেলা ১২টার দিকে শিশু আবদুর রহমান সহপাঠীদের সাথে খেলতে বসতঘর থেকে বের হয়। দুপুরের খাবার খেতে না আসায় পরিবারের সদস্যরা শিশুটিকে খোঁজাখুজি করে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বসতঘর সন্নিহিত পুকুরে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, খেলাচ্ছলে পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। শিশুর মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ ছিল না। ফলে ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ দাফন করা হয়েছে।