লোহাগাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:১৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাশকতা মামলায় শাহাব উদ্দিন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে ইউনিয়নের মল্লিক ছোবহান তজু মুন্সির গ্যারেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা শাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তার শাহাব উদ্দিন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। তিনি নাশকতার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি গ্রামার স্কুলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅগ্নি-সন্ত্রাসের পেছনে সরকারি দলের কর্মীরাই, অভিযোগ রিজভীর