লোহাগাড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১২:২০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নাশকতার মামলায় বিএনপি নেতা এস এম সাহাবউদ্দিন (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গেছে গ্রেফতারকৃত এস এম সাহাবউদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক এবং উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মীরপাড়ার মৃত হাজী আব্দুল হাকিমের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক গোলাম পারভেজ রাসেল পারভেজ দৈনিক আজাদীকে জানান, সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নিজ বাড়ি থেকে সাহাবউদ্দিনকে গ্রেফতার করা হয়। সে পূর্বের নাশকতা মামলার সন্নিগ্ধ আসামি, এ ব্যাপারে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁকে মঙ্গলবার (২১ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে জানতে লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন এর মোবাইলে কল দিলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে প্রেম : বিয়ের প্রলোভনে শিক্ষার্থীকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় চাচাকে মারধরের কারণ জানতে চেয়ে ছুরিকাঘাতে খুন স্বেচ্ছাসেবকলীগ নেতা