লোহাগাড়ায় ঝুলন্ত অবস্থায় জয়নব বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাউজান গোলার বাপের বাড়ি এলাকায় বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জয়নব বেগম একই এলাকার আব্দুল আলমের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর পূর্বে আবদুল আলমের সাথে জয়নব বেগমের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর তারা সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছিলেন। তবে কয়েক বছর যাবত জয়নব বেগমের মানসিক সমস্যা দেখা দেয়। সম্প্রতি তাকে চিকিৎসাসেবাও দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। একইদিন ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে করা হয়। রিপোর্ট পাবার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।