লোহাগাড়ায় বিয়ের তিন মাসে জোসনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় পলাতক স্বামী আবদুল হাকিমকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার চুনতি ইউনিয়নের উত্তর পানত্রিশা এলাকায় নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন স্থানীয় মাওলানা নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন ও মো. এহেছান। তারা বলেন, নববধূ জোসনা আক্তারের মৃত্যু ঘটনায় জড়িত পলাতক স্বামী আবদুল হাকিমকে দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ভোররাত ৩টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর পানত্রিশা এলাকায় নববধূ জোসনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালিয়ে যায় স্বামী আবদুল হাকিম। জোসনা আক্তার একই এলাকার আবদু শুক্কুরের কন্যা ও স্বামী আবদুল হাকিম একই ওয়ার্ডের পানত্রিশা এলাকার আবদুল আজিজের পুত্র। এই ঘটনায় একইদিন নিহত নববধুর মা মঞ্জুরা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।