লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক শাহিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ৩ জুলাই বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। গত ১১ জুন লোহাগাড়া, বাঁশখালী ও পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম–ঠিকানা সম্বলিত গেজেট প্রকাশিত হয়েছে।