লোহাগাড়ায় ধর্ষণ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো. রিপন (৩০)। তিনি একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ৩ ফেব্রুয়ারি আসামি রিপনের নেতৃত্বে অজ্ঞাতনামা দুজন স্থানীয় মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে। পরে ওই ছাত্রীকে রিপনের বসতঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও মারধর করা হয়। পরবর্তীতে ভিকটিমকে লোহাগাড়া থানাধীন এক বেসরকারি হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায়। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে রিপনকে বসতঘর থেকে গ্রেপ্তার এবং দেশীয় তৈরি একনলা ১টি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বুধবার গ্রেপ্তার রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধড. আরপি সেনগুপ্ত নিষ্পাপ সমন্বিত বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ