লোহাগাড়ায় দেড় ঘণ্টার মধ্যে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রামমুখী লবণবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী চালবোঝাই এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার বাসিন্দা মো. নয়ন (৩৫) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা মো. শাকিল (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি শাহ সাবেক গেট এলাকায় চট্টগ্রামমুখী লবণবাহী ট্রাকের সাথে বিপরীতমুখী চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে–মুচড়ে গেছে উভয় ট্রাকের সম্মুখভাগ।
অপরদিকে, সকাল ৮টার দিকে চুনতির জাঙ্গালিয়া এলাকায় ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে একই এলাকায় কঙবাজারমুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দেয়। তবে এসব দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া অন্য দুইটি দুর্ঘটনায় ঘটনাস্থলে গেলেও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়নি। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, কুয়াশাচ্ছন্ন পিচ্ছিল মহাসড়কে ওভারটেক করতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত ২টি ট্রাক উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।