লোহাগাড়ায় দুই ইটভাটায় অভিযান, কার্যক্রম বন্ধ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দুই ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

জানা যায়, অভিযানে পশ্চিম কলাউজানে নাছির উদ্দিনের মালিকানাধীন মেসার্স কেবিকে ব্রিকস ম্যানুফ্যাকচার ও শাহ আলমের মালিকানাধীন কলাউজান ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। এছাড়া অভিযানে লোহাগাড়া থানায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাকর্মচারী।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে ধরে এনে প্রকাশ্যে ট্রাইব্যুনালের সামনে ফাঁসি দিতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি ও ফেনীতে আরএফপির শিক্ষাসামগ্রী বিতরণ