লোহাগাড়ায় দিনের আলোয় ফাঁকা ঘরে চুরি

স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় দিনের বেলায় ফাঁকা বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন সিকদার পাড়ায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী মোহাম্মদ আইয়ুব (৫০) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি একই এলাকার মৃত গোলাম ছোবহানের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে পরিবারের সবাই পার্শ্ববর্তী জমিতে আলু উত্তোলন করতে যান। সকাল ১১টার দিকে এসে দেখতে পান বসতঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান আলমিরা ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায়। চোরেরা আলমিরাতে রক্ষিত ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধ‘আধ্যাত্মিক উন্নতির ঐশী সোপান হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত’