লোহাগাড়ায় চাঁদা না পেয়ে তিন ইটভাটায় হামলা চালিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা। হামলায় প্রায় ২৫ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন মো. হোসেন, মো. হৃদয়, মো. রুবেল, সবুজ মিয়া, আবদুর রহিম, মো. আলম হোসেন, সাদ্দাম, মো. আরিফ, মো. হাসান, মো. নাজিম উদ্দিন, সোহেল, খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. দেলোয়ার, আলাউদ্দিন ও দেলোয়ার হোসেন। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতরা সবাই ইটভাটার শ্রমিক।
স্থানীয়রা জানান, ৬টি মোটরসাইকেলের প্রতিটিতে ৩ জন করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা প্রথমে এনবিএম ইটভাটা, এরপর আইবিএম ইটাভাটা ও সর্বশেষ এনবিকে ইটভাটায় হানা দেয়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে উভয় ভাটার ম্যানেজার পালিয়ে যান। এসময় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা ইটভাটায় থাকা শ্রমিকদের বৈদ্যুতিক মোটা তার দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ২৫ জন শ্রমিক গুরুতর আহত হন। এই সময় ফাঁকা গুলিও ছুঁড়ে তারা। সন্ত্রাসীরা চলে যাবার পর অন্য শ্রমিকরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এনবিএম ইটভাটার মালিক নুরুল আলম কোম্পানী জানান, কিছুদিন যাবত পাহাড়ি সন্ত্রাসীরা মোবাইলে ফোন করে তাদের সাথে বৈঠক করতে বলছে। যেহেতু তার ইটভাটা লোহাগাড়া সীমানায় তাদের ফোনে সাড়া দেননি। সর্বশেষ গতকালও একই মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল। কিন্তু রিসিভ করেননি। এছাড়া এনবিকে ইটভাটা মালিকের কাছ থেকে পাহাড়ি সন্ত্রাসীরা মুঠোফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর টিমকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।