লোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ‘লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের’ উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ। লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান বাবু রোমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন ভুঁইয়া, ডা. রিটন দাশ, মৌলানা মাহমুদুর রহমান, নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. শাহাব উদ্দিন, দেলোয়ার হোসাইন ও হেলাল উদ্দিন প্রমুখ। মতবিনিময় সভায় এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রায় শতাধিক মশারী বিতরণ করা হয়।

এছাড়া দুপুরে একই হল রুমে নগরীর পার্কভিউ হাসপাতালের উদ্যোগে লোহাগাড়ায় হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট, নার্স ও স্যাম্পল কালেক্টরদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম প্রধান অতিথি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে আনজুমানে মুহিব্বীনে আহলে বায়তে খাবার বিতরণ