লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতর এলিফ্যান্ট ওভারপাস এলাকায় কক্সবাজামুখী পর্যটন এক্সপ্রেসে কাটা পড়ে মারা গেছে ৩টি গরু। গতকাল রোববার দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সোহাগ মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটন এক্সপ্রেস চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা অতিক্রম করছিল। এ সময় এলিফ্যান্ট ওভারপাসের উত্তর পাশে ৩টি গরু রেললাইন ঘেষে ঘাস খাচ্ছিল। চালক বেশ কয়েকবার হর্ন দেয়ার পরও গরুগুলো রেললাইন থেকে সরেনি। ফলে ট্রেনে কাটা পড়ে ২টি গরু ঘটনাস্থলে মারা যায়। আরেকটি গরু গুরুতর আহত হয়। পরে মালিকপক্ষ গরুটি জবাই করে দেয় বলে জানা যায়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে ২টি গরু মারা যাবার বিষয়টি শুনেছি। তবে রেললাইনের আশেপাশে ঘাস খাওয়ার জন্য যারা গরু–ছাগল উন্মুক্তভাবে ছেড়ে দেন, তাদেরকে সতর্ক হবার পরামর্শ দিয়েছেন।