লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১০ মে (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ২নং ওয়ার্ড দারোগাপাড়া এলাকার ৭০১ রেলওয়ে পিলারের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুরুল আমিন উপজেলার চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি ২নং ওয়ার্ড হাদুর পাহাড় এলাকার বাসিন্দা অলি বকসুর ছেলে।

নিহতের ভাই নুরুল হক জানান, দীর্ঘদিন প্রবাসে ছিলেন নুরুল আমিন। বছরখানেক আগে শারীরিক নানাবিধ অসুস্থতায় দেশে ফিরে আসেন।স্ট্রোক প্যারালাইসিসের কারনে চলাফেরায় সমস্যা হতো। প্রতিদিনের ন্যায় বিকেলে বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে রেল লাইনের পাশে হাটতে গিয়ে রেললাইন পারপারের সময় এক পর্যায়ে ট্রেনে কাটা পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদ হোসেন বলেন, রেললাইনের দুর্ঘটনার বিষয়টি মূলত রেলওয়ে থানার। লোহাগাড়া থানার নয়।

রেলওয়ের লোহাগাড়ার স্টেশন মাষ্টার দিদার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত স্থানটি আমার কর্ম এলাকায় নয়, তাই এ বিষয়ে বলার কিছু নেই।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ‘ডেভিল’ সহ চার কিশোর গ্যাং গ্রুপের সন্ধান
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সাজাপ্রাপ্ত আসামিসহ আ.লীগ নেতা গ্রেপ্তার