লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বন্যহাতি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কার্যালয় এলাকায় ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে।
জানা যায়, কক্সবাজার স্পেশাল ট্রেন অভয়ারণ্যের ভেতর নির্মিত এলিফ্যান্ট ওভারপাস পার হবার পর রেললাইনের উপর একদল বন্যহাতি উঠে পড়ে। ট্রেনের গতি কম থাকায় সব হাতি রেললাইন অতিক্রম করতে পারলেও একটি বন্যহাতি ট্রেনের ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় আহত বন্যহাতি এখনো ঘটনাস্থলে রয়েছে। ডুলাহাজারা সাফারী পার্ক থেকে চিকিৎসক এসে আহত হাতির চিকিৎসাসেবা দেয়া হবে।