লোহাগাড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৩:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালকও।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের লোহাগাড়া মডার্ন কমিউনিটি সেন্টার সংলগ্ন পল্লী বিদ্যুত সমিতি লোহাগাড়া কার্যালয়ের গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর ব্যাপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। নিহত শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেল চালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। সে উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার বাহার উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যায়। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী চট্টমেট্রো-ট ১১-৯৫৮০ নং ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, পরিদর্শক তদন্ত মোহাম্মদ রবিউল আলম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতকে হাসপাতালে প্রেরণ করেন এবং নিহতের লাশ উদ্ধার করতে সহযোগিতা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লোহাগাড়ার ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দৈনিক আজাদীকে বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির বাসায় দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান ত্রিমুখী সংঘর্ষে ২৫ জনেরও বেশি আহত