লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নানা-নাতনীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটায় কক্সবাজারমুখী মোটরসাইকেলটি একইমুখী ট্রাক ওভারটেক করতে গিয়ে ধাক্কায় ঘটনাস্থলে ছিটকে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহীরা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২জন। এই ঘটনায় আহত হন আরও ১ জন।
নিহতরা হলেন, আমিরাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ড পুরাতন বিওসি এলাকার লাইলির বাপের বাড়ির মৃত হোছন খলিফার ২য় পুত্র ইকবাল হোসেন বাবুল (৫৫), এবং নিহত বাবুল এর নাতনী ছদাহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরীর বাড়ি এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী তারেক হোসেন ভুট্টোর বড় মেয়ে আনাহিদা খানম আজওয়া (৪)।
এই ঘটনায় নিহত বাবুল এর মেয়ে ও সাউথ আফ্রিকা প্রবাসী তারেক হোসেন ভুট্টোর সামিরা আক্তার (২৩) গুরুতর ভাবে আহত হয়েছেন।
নিহত বাবুলের স্ত্রী খুরশিদা বেগম দৈনিক আজাদীকে জানান, তাদের মেয়ে জামাই নতুন বাড়ি করেছে। তাই দুপুর আনুমানিক আড়াইটায় মেয়ে এবং নাতনীকে সাথে নিয়ে মেয়ের জামাইয়ের বাড়ি দেখতে মোটরসাইকেলযোগে ছদাহা মেয়ের শ্বশুরবাড়ীতে যাচ্ছিল তারা।
বিকেলে সেখান থেকে ফিরার পথে ট্রাকচাপায় আমার স্বামী এবং নাতনীর মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তৌফিক সেকান্দর জানান, বিকেল আনুমানিক পাঁচটায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে আসা হলেও দুজন হাসপাতালে পৌছার পূর্বেই মৃত্যুবরণ করেন।
গুরুতর আহত সামিরা আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান দৈনিক আজাদীকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।