লোহাগাড়ার বড়হাতিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে টিলা কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হোসেন নগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল, বনবিভাগের কর্মকর্তা–কর্মচারী ও পুলিশ বাহিনীর সদস্যরা। পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল জানান, বড়হাতিয়ার হোসেন নগর এলাকায় টিলা কাটার খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংরক্ষিত বনাঞ্চলের জায়গায় টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আবদুল হান্নান ও মোস্তাক আহমদ কোম্পানীর বিরুদ্ধে ভূমি অফিস, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তর পৃথক মামলা দায়ের করবে।