লোহাগাড়ায় জামায়াত কর্মী মো. আলমগীরের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারে এক মানববন্ধনের আয়োজন করা হয়। উত্তর পদুয়া ও জঙ্গল পদুয়ার শান্তিকামী জনসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক।
পদুয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খোরশেদ আলম সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আ.ক.ম হামিদুল হক, শহর শাখার রোকন কাজী জসিম উদ্দিন, পদুয়া ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক মো. ইউসুফ, ব্যবসায়ী জাহেদুল ইসলাম, ইউপি সদস্য আমানুল হক আমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলার সংগঠক হুমায়ুন রশিদ সাব্বির, পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়া, কক্সবাজার শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবদুর রশিদ ও স্থানীয় মো. আকতার প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি জামায়াত কর্মী আলমগীরের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক আইনের আনতে হবে। এছাড়া এলাকায় মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধনে উত্তর পদুয়া ও জঙ্গল পদুয়ার সর্বস্তরের জনসাধারণসহ পদুয়া ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।