লোহাগাড়ায় জলপাই খেতে গিয়ে ডাল ভেঙে যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৭:০৫ অপরাহ্ণ

লোহাগাড়ার চুনতি ইউনিয়ন হাজিরাস্তা জান মোহাম্মদ সিকদার পাড়ায় গাছে উঠে জলপাই পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ সেলিম (৪০) উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা জামাল উদ্দিনের পুত্র। তিনি নানার বাড়ি জান মোহাম্মদ সিকদার পাড়ায় বাড়ি করে স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা চুনতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহ আলম পল্টু দৈনিক আজাদীকে জানান, গত ৫ নভেম্বর রবিবার বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পার্শ্বে জলপাই পাড়তে গাছে ওঠেন সেলিম। এক পর্যায়ে গাছের ঢাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়, সেখান থেকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে সোমবার তার মাথায় অস্ত্রোপচার করা হয় আজ ৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৪টায় তার মৃত্যু হয়েছে।

চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু জানান, জলপাই পাড়তে গিয়ে গাছের ঢাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত মোহাম্মদ সেলিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেন নি, আমি বিস্তারিত খোঁজ নিচ্ছি ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে টমটম গ্যারেজে ডাকাতি, ৪০টি ব্যাটারি ও আইপিএস লুট
পরবর্তী নিবন্ধ২০০ গ্রামের হিরোইন নিয়ে ধরা, সেই মাদক কারবারির যাবজ্জীবন