লোহাগাড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনির আহম্মেদের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি আনোয়ার হোসেন জিহান (২৫), আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছির পাড়ার মোহাম্মদ মিয়ার পুত্র এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ (৩০) ও কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান বরকি আমির হামজা বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র আওয়ামী লীগ কর্মী মো. আবদুর রহিম (৪০)। লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই–আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য–প্রমাণ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।