লোহাগাড়ায় ১৫২ লিটার চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা এলাকায় পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবান সদর থানার টংকাবতী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের লতাছড়ি পাড়ার মৃত সিদ্দিক আহাম্মদের পুত্র হাবিবুল্লাহ (৫৫) ও একই ওয়ার্ডের ত্রিপুরা পাড়ার জহনা ত্রিপুরার পুত্র জয় ত্রিপুরা (২০)। পুলিশ জানায়, ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ বেচাকেনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ও বিভিন্ন ব্যান্ডের বোতলে রাখা ১৫২ লিটার চোলাইমদ জব্দ করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (৪ জুলাই) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।