লোহাগাড়ায় চলন্ত অবস্থায় ছিঁড়ে গেল পর্যটক এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ

আধা ঘণ্টা পর সচল

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আধা ঘণ্টা চেষ্টার পর তা সচল করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদের ৬৪/১ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ত্রুটি দেখা দিলে পর্যটক এক্সপ্রেস নামে ট্রেনটি মাঝ পথে দাঁড়িয়ে যায়। ট্রেন থেমে থাকার দৃশ্য দেখে আশপাশের উৎসুক জনতার ভিড় জমে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

কক্সবাজার এক্সপ্রেসপর্যটক এক্সপ্রেস ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেসের হোস পাইপ ছিড়ে যাওয়ার কারণে সাতকানিয়া রেলওয়ে স্টেশনের আউটারে দাঁড়িয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লোকমান।

পূর্ববর্তী নিবন্ধঘরের সামনে খেলছিল ৩ বছরের শিশু, নিয়ে গেল এক নারী
পরবর্তী নিবন্ধগণআন্দোলনে দিশেহারা পাক বাহিনী