লোহাগাড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ জসিম উদ্দিন চৌধুরী (৪২), লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম কলাউজান মেহেন্ন্যা পাড়ার বদরুল কবিরের পুত্র তারেক বিন কবির (৩৮), লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড দর্জি পাড়ার মৃত শাহ আলমের পুত্র মোঃ মুহিবুল্ল্যা (২৭) ও লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহর চান্দা এলাকার মোঃ ইউনুছের পুত্র মোঃ নুরুল আলম (২২)।
লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, নাশকতার পরিকল্পনার করতে পুটিবিলা ইউনিয়নের পহর চান্দা এলাকায় জামায়াত নেতা আবছারের বাড়িতে প্রাইম লাইফ ইন্সুরেন্সের গ্রাহক মিটিংয়ের নামে ১৫/২০ জন মিলে জামাতের গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় উপরোক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে একাধিক মামলায় সংশ্লিষ্টতা থাকায় এ ব্যাপারে তদন্ত পূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।