লোহাগাড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আকতার কামাল (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের বামির খালের ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকতার কামাল উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বহদ্দার বাড়ির মৃত আবুল বশরের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
নিহতের নিকটাত্মীয় নুরুল কিবরিয়া সাকিব জানান, প্রায় ২৫ বছর যাবৎ আকতার কামাল মানসিক সমস্যা ভুগছেন। তিনি মহাসড়কের আমিরাবাদ থেকে জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত ঘোরাঘুরি করতেন। মাঝেমধ্যে বাড়িতে যেতেন। মানসিক সমস্যার কারণে তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হননি। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিকা তাসনিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে হাইওয়ে পুলিশ। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, গাড়ির ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন এক পথচারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।