লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২ মে, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় গামছা পেঁছিয়ে ফাঁস লাগিয়ে টিসশেড বাড়ির গাছের বীমের সাথে ঝুলানো জয়নব বেগম (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (পহেলা মে) সন্ধ্যা আনুমানিক ৫টার সময় এই ঘটনাটি ঘটে। মৃত জয়নব বেগম উপজেলার কলাউজান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কলাউজান মিয়াজী পাড়ার গোলার বর বাড়ীর আব্দুল আলমের স্ত্রী এবং শাহ আলমের মা।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের প্রথম ঘরের পুত্র শাহ আলম। তিনি জানান, বিগত ১৮ বছর আগে আমার মায়ের অন্যত্র বিয়ে হয় এবং সেখানেই তিনি থাকছিলেন এবং দীর্ঘদিন যাবৎ আমার মা মানুষিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

আমি শহরে থাকাবস্থায় আজ সন্ধ্যা ৫ টার সময় আমার মামীর মাধ্যমে প্রথম খবরটি পেয়ে সাথে সাথে লোহাগাড়া থানাকে বিষয়টি অবগত করি।

লোহাগাড়া থানার সেকেন্ড ইন অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন আজাদীকে বলেন, এক বৃদ্ধার আত্মহত্যার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টিনশেড বাড়ীর চালের একটি গাছের বীমের সাথে ঝুলানো অবস্থায় নিথর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, পোস্ট মর্টেম রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাল চবি এলামনাই এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা
পরবর্তী নিবন্ধলোহাগাড়া উপজেলা সংলগ্ন মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার