লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।
মো. জহির উদ্দিন (৩৮) নামের ওই যুবক কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকার আবু সালেকের পুত্র।
কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি স্থানীয় আবদুর সবুর দৈনিক আজাদীকে জানান, মৃত জহির উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল, তাঁর বাবা আবু সালেক শারীরিক প্রতিবন্ধী এবং এক বোনও মানসিক প্রতিবন্ধী।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদুল আলম ভুট্টু জানান, সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় জহিরের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জহির মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় জহিরের লাশ দেখে স্থানীয়রা আমাদের জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিক তদন্তে স্থানীয়রা সবাই জানিয়েছে মৃত জহির উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল, সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মৃত্যুর কারণ নির্ধারনের লক্ষ্যে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।