লোহাগাড়ায় খেলাচ্ছলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৫২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল ওয়াজিহা নামে ২ বছর দুই মাস বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোছন আলী মাতব্বর পাড়ায় এই ঘটনা ঘটে। শিশু ওয়াজিহা ওই এলাকার আজগর আলীর পুত্র। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত এক পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গতকাল নামাজে জানাজা শেষে শিশুটির মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধনারীর সঙ্গে ভিডিও : যুগ্মসচিব ওএসডি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত