লোহাগাড়ায় ২৩ জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার মাঝে ১০ লাখ টাকার প্রণোদনার ঋণ বিতরণ বিতরণ করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিআরডিবি হল রুমে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রোমেল। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তঅ মো. জালাল উদ্দিন ও ইউপি সদস্য আবদুল মালেক। এ সময় সদর ইউনিয়নের পূর্ব লোহাগাড়া সমিতির ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, অতীতের তুলনায় লোহাগাড়ায় বিআরডিবির কার্যক্রম অনেক গতিসঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ড. নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় বিআরডির বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে কৃষি ও গরু মোটাতাজাকরণের জন্য ক্ষুদ্র এবং মাঝারী উদ্যোক্তাদেরকে স্বাবলম্বী করতে লক্ষ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হচ্ছে।