লোহাগাড়ায় স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে মোহাম্মদ শাকিল (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দরবেশহাট বাজার সংলগ্ন মান্নান হুজুরের বাড়ির এলাকায় এই ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার মোহাম্মদ রফিকের পুত্র ও ২ কন্যা সন্তানের জনক।
স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর পূর্বে বিয়ে করেন শাকিল। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। কিন্তু কয়েকদিন আগে শাকিল মোবাইল ফোনে অন্য মেয়ের সাথে কথা বলার বিষয়টি জানতে পারেন স্ত্রী। এরপর তারা স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে শাকিল বসতঘরের বাইরে গিয়ে কীটনাশক পান করেন। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। মৃতের বোন রুনা আক্তার জানান, তার ভাই শাকিল পেশায় গাড়ি চালক। গত মঙ্গলবার মোবাইল ফোনে তার ভাই কোন মেয়ের সাথে কথা বলার বিষয়টি স্ত্রী জানতে পারেন। এরপর থেকে তারা স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, কীটনাশক পান করা অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, খবর পেয়ে রাত ১১টার দিকে থানার এসআই জামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে নিহত যুবকের মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।












