লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন আহত

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে জোহান ইকবাল (২০) নামে এক ব্যবসায়ী গুরতর আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ স্টার সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। আহত জোহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহুরি পাড়ার মো. মহসিনের পুত্র এবং ওই মার্কেটে পুষ্পরাজ নামে এক কসমেটিক দোকানের স্বত্বাধিকারী।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, জোহানের বড় ভাই বিদেশ চলে যাওয়ায় লেখাপড়ার পাশাপাশি তিনি দোকানটি পরিচালনা করে আসছেন। ঘটনার প্রায় এক সপ্তাহ পূর্বে দোকানে এক মহিলা ক্রেতাকে ইভটিজিং করে ওই মার্কেটের তৃতীয় থাকা এক কোচিং সেন্টারের ছাত্র। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে চলে যাবার সময় কোচিং সেন্টারের ছাত্রটি দোকানের মালিক জোহানকে দেখে নেওয়ার হুমকি দেয়। ঘটনারদিন রাতে আশপাশের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ একদল কিশোর গ্যাংয়ের সদস্য দোকানে ভেতর ঢুকে জোহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে আহত জোহানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে, সিজিটিভি ক্যামেরার ফুজেট দ্বারা কিশোর গ্যাংয়ের সদস্যদের শনাক্ত করতে পারলেও ঘটনার একদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। এছাড়া এ ঘটনায় কোনো মামলাও রুজু হয়নি। এ ঘটনার ঘটনায় ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছেন। যেকোন মুহুর্তে পুণরায় এ ধরনের ঘটনা ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়াউদ্দিন আহমেদ জানান, রাতেই ছুরিকাঘাতে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না, হেফাজতের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধমাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মা-ছেলে গ্রেপ্তার