লোহাগাড়ায় কাঁচির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

জনতার হাতে মাদকসেবী ঘাতক আটক

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কাঁচির আঘাতে নুরুল হক (৫২) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই ইউনিয়নের পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র ও ৪ সন্তানের জনক।

ঘটনার সাথে জড়িত সজীব বড়ুয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। তিনি একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান বড়ুয়া পাড়ার খোকা বড়ুয়ার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক সজীব বড়ুয়া একজন নেশাগ্রস্ত যুবক। ঘটনার দিন ইফতারের পূর্বে বসতঘর থেকে চেম্বারে আসেন পল্লী চিকিৎসক নুরুল হক। চেম্বারের সামনে পার্শ্ববর্তী টেইলার্সের দোকানদার ও সজীব বড়ুয়া একসাথে মাদকসেবন করছিল। মাদকসেবনে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী টেইলার্সের দোকান থেকে কাঁচি এনে নুরুল হককে চেম্বারের ভেতরে আক্রমণের চেষ্টা করে। এই সময় নুরুল হক চেম্বার থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘাতক সজীব বড়ুয়া পেছনে ধাওয়া করে প্রায় একশত মিটার দূরত্বে গিয়ে কাপড় কাটার কাঁচি দিয়ে মুখে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা আহত পল্লী চিকিৎসককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস ছালাম জানান, নিহত পল্লী চিকিৎসক কলাউজান ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। এদিকে, পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এই সময় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার এসআই মো. জাহেদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। জনতার হাতে আটক ঘাতক সজীব বড়ুয়াকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশি পোশাক বিদেশি বলে বিক্রি, অর্ণবকে ৮০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফকির কবিরের চাক সেমাই, ৮৯ বছরেও কমেনি কদর