লোহাগাড়ায় কাঁচির আঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৮:৫৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় কাঁচির আঘাতে নুরুল হক (৫২) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের কানুরাম বাজারে এই ঘটনা ঘটে। নিহত নুরুল হক একই ইউনিয়নের পশ্চিম কলাউজান বলি পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র ও সন্তানের জনক।

ঘটনার সাথে জড়িত সজিব বড়ুয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। তিনি একই ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্ব কলাউজান বড়ুয়া পাড়ার খোকা বড়ুয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক সজিব বড়ুয়া একজন নেশাগ্রস্ত যুবক। ঘটনারদিন ইফতারের পূর্বে বসতঘর থেকে চেম্বারে আসেন পল্লী চিকিৎসক নুরুল হক। চেম্বার বন্ধ থাকা অবস্থায় পাশ্ববর্তী টেইলার্সের দোকানদার ও সজিব বড়ুয়া গাজা সেবন করছিল। এই সময় ক্ষিপ্ত হয়ে টেইলার্সের দোকান থেকে কাপড় কাটার কাঁচি নিয়ে উপর্যুপরি মুখে আঘাত করে। পরে স্থানীয়রা আহত পল্লী চিকিৎসককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, কাঁচির আঘাতে নিহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন থানা পুলিশ। পল্লী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কানুরাম বাজারে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
পরবর্তী নিবন্ধআদালতের পেশকার বাদী হয়ে করা মামলায় ৭ জনের বিরুদ্ধে পরোয়ানা