লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সম্মিলিত ইফতার মাহফিল

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৭:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম লোহাগাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মিলিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ (সোমবার) উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সাংবাদিক মুহাম্মদ মিনহাজের সঞ্চালনায় ও প্রবীণ সাংবাদিক মাষ্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক পুষ্পেন চৌধুরী।

বক্তব্য রাখেন লোহাগাড়া প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সমন্বয়ক মির্জা তামিম, ডা: বদরুদ্দীন।

আরও উপস্থিত ছিলেন সেলিম উদ্দীন, এম, দলিলুর রহমান, কামাল উদ্দীন, আবুল কালাম আজাদ, মনির আহমদ আজাদ, অধ্যাপক আরিফুল ইসলাম, মো: খালেদ, মাওলানা আরিফুল ইসলাম, মো: আদিল, আমির উদ্দীন, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা দল মত নির্বিশেষে আবেগের উর্ধ্বে উটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ২৬ টন চিনিসহ চালক আটক
পরবর্তী নিবন্ধএবার বাস কাউন্টারে ভোক্তাধিকারের হানা