বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আবু বক্কর (৩৯) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কাজীর পুকুর পাড়ের পূর্ব পাশে মরিয়ম ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন কর্তব্যরত ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ দাশ।
গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ী এলাকার ইউনুছ মাস্টারের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতারকৃত আবু বক্কর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। তাঁকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।