লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকার মো. আলমের পুত্র রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার পুত্র আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের ছগিরা পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র নাজিম উদ্দিন(২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি মৌলভী পাড়া এলাকার আমির হোসেনের পুত্র জিসান হোসেন (২২) ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া এলাকার মো. সাত্তারের পুত্র মো. সিদ্দিক (২০)। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিনিবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন। দূর্ঘটনা্য় আরো কযেকজন গুরতর আহত হয়েছেন। দূর্ঘটনায় উভয় বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনিবাসটি উখিয়ার কোটবাজার এলাকা থেকে যাত্রী নিয়ে লোহাগাড়া-সাতকানিয়ায় আসছিল।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দূর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে।