লোহাগাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই (নি:) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে যাত্রীবাহী মারসা বাস থেকে ১০ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারী রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীরা হল কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের আবদুল কুদ্দুসের পুত্র আবদুল হালিম (৪৩), বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত আবদুস ছালামের পুত্র ছৈয়দুল আমিন (৩৫) এবং কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত দীল মোহাম্মদের পুত্র হামিদ হোসেন (৩০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম দৈনিক আজাদীকে জানান, এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।