লোহাগাড়ায় আ. লীগ নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৯:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মোস্তাক আহমদ (৭০) নামে এক ব্যক্তির প্রজেক্ট থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। মোস্তাক আহমদ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সরাইয়া বলির জোন এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।

এ ঘটনায় চুনতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পানত্রিশা এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম (৪০) ও তার ভাই মোহাম্মদ আনোয়ারকে (৪৫) অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী মোস্তাক আহমদ জানান, অভিযুক্তরা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে দক্ষিণ সরাইয়া বলির জোন এলাকায় তার পৈতৃক জায়গায় স্থিত মৎস্য প্রজেক্ট জবর দখল করে নেয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জবর দখলকৃত মৎস্য প্রজেক্ট উদ্ধারপূর্বক মাছ চাষ করা হয়। গত ১২ জানুয়ারি সকালে অভিযুক্তরা পুনরায় মৎস্য প্রজেক্টে গিয়ে জোরপূর্বক জাল দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। অভিযুক্ত মোহাম্মদ জসিম জানান, মৎস্য প্রজেক্টটি তার ক্রয়কৃত জায়গার উপর স্থিত। তার প্রজেক্ট থেকে তিনি মাছ ধরেছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, মৎস্য প্রজেক্ট থেকে মাছ ধরে নিয়ে যাবার বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে বিশেষজ্ঞ স্বাস্থ্যক্যাম্প ১৬ জানুয়ারি
পরবর্তী নিবন্ধসাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তারুণ্যের উৎসব