লোহাগাড়ার পুটিবিলায় আওয়ামী লীগ নেতা গাজী ইছহাক মিয়ার বাগান বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার ভোররাতে ইউনিয়নের পহরচান্দা বাগান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইছহাক কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি জানান, কে বা কারা রাতের আঁধারে আমার বাগান বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এই সময় দুর্বৃত্তরা বাগান বাড়িতে থাকা ধানের বস্তা, কয়েকটি ফ্যান, জেনারেটর, সেচ মেশিনসহ আসবাবপত্র নিয়ে যায়।