লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১০ মে, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের সুলতানপুর এলাকার মৃত রাশেদুল ইসলামের পুত্র মো. সুমন (৩৫) ও একই পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সুলতানপুর এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর পুত্র মো. আবু সাঈদ প্রকাশ রিপন (৩৯)

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল ও ২৩ জানুয়ারি লোহাগাড়ায় পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তথ্যপ্রযুক্তি ও গুপ্তচরের দেয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন আসামিরা দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে

লোহাগাড়ায় অবস্থানের সংবাদ পান। পরে অভিযান চালিয়ে জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। ডাকাতি করাই তাদের একমাত্র পেশা। লোহাগাড়ায় ২টি ডাকাতি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় ডাকাতি, মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। একইদিন তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবমাননার কোন স্তরে পৌঁছেছি!
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় কোস্টের গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক