লোহাগাড়ার আধুনগরে আগুনে পুড়ে গেছে ২ অসহায় পরিবারের বসতঘর। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিপাহী পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার হাজেরা খাতুন ও মোহাম্মদ রিয়াদ। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাজেরা খাতুনের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন টিনের তৈরি বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। ততক্ষণে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।