লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম চৌধুরী (৪০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর একই এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
লোহাগাড়া থানার এসআই মো. এনায়েত হোসেন জানান, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম চৌধুরীকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।











