লোহাগাড়ায় অ্যাম্বুলেন্স টেক্সির সংঘর্ষ, আহত ৭

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অ্যাম্বুলেন্সের সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে নারীশিশুসহ ৭ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের থানা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছে, টেক্সি চালক জাহাঙ্গীর আলম, আইরিন মারজানা উর্মি, দিলু আরা বেগম, মো. পারভেজ ও তছলিমা আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী অ্যাম্বুলেন্স বিপরীতমুখী সিএনজিচালিত টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেক্সিতে থাকা ৭ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে টেক্সিচালক জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমধ্যম সরাইপাড়া ইউনিট বিএনপির শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু